গর্ভাবস্থায় শরীর ভাল রাখতে খান জিঙ্কসমৃদ্ধ খাবার

author-image
Harmeet
New Update
গর্ভাবস্থায় শরীর ভাল রাখতে খান জিঙ্কসমৃদ্ধ খাবার

​নিজস্ব সংবাদদাতাঃ  গর্ভাবস্থাতে অনেকেরই শরীরে জিঙ্ক ও অন্যান্য পুষ্টি উপাদানের অভাব দেখা যায়। এর ফলে মা ও বাচ্চা দুজনেরই স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। তাই গর্ভাবস্থায় জিঙ্কসমৃদ্ধ খাবার খাওয়া জরুরি। জেনে নিন জিঙ্কসমৃদ্ধ কী কী নিরামিষ খাবার খেতে পারেন।

10 Zinc-rich foods that can help boost your immunity | The Times of India



লাল শাক

প্রোটিন, ম্যাঙ্গানিজ, ম্যাগনেশিয়াম, আয়রন ও জিঙ্কের উৎস লাল শাক। শাক দিয়ে নানা তরি-তরকারি বানিয়ে খেতে পারেন।






কাজু

কাজুতে প্রচুর পরিমাণে ফাইবার, প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাট রয়েছে। কেবল তাই নয় এতে রয়েছে কপার, জিঙ্ক, ফসফরাস, আয়রন ও ম্যাগনেশিয়াম। তাই রোজ কয়েকটি কাজু খেতে পারেন।

কাজুবাদাম খেলে এত উপকার হয়, আপনার জানা আছে? | স্বাস্থ্য News in Bengali

সরষে

সরষেতে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান। এটি শরীরের প্রদাহজনিত সমস্যা কমানোর পাশাপাশি হৃদযন্ত্রের স্বাস্থ্যও ভাল রাখে।

সরষের যত সরেস গুণ! | প্রথম আলো

মুসুর ডাল

মুসুর ডাল এমনিতে খুবই পুষ্টিগুণসম্পন্ন। উদ্ভিজ্জ এই প্রোটিনে বেশ ভাল পরিমাণে রয়েছে জিঙ্কের উপাদান। তাই গর্ভাবস্থায় ডায়েটে মুসুর ডাল রাখুন।

Masoor Dal - মসুর ডাল - 500Gm - Arambagh's Largest Online Store