ডাচ তারকাকে সই করানোর খুব কাছে ম্যানচেষ্টার

author-image
Harmeet
New Update
ডাচ তারকাকে সই করানোর খুব কাছে ম্যানচেষ্টার

নিজস্ব সংবাদদাতাঃ নেদারল্যান্ডসের তারকা স্ট্রাইকার Wout Weghorst-কে সই করানোর খুব কাছে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। রেড ডেভিলদের বর্তমান কোচ এরিক টেন হ্যাগ সম্ভাব্য এই সইয়ের কথা প্রকাশ্যে জানিয়েছেন। এরিক জানিয়েছেন, ডাচ স্ট্রাইকারকে দ্রুত সই করাতে পারে ক্লাব। তবে ম্যানচেস্টার ডার্বিতে হয়তো খেলানো সম্ভব হবে না।