'স্যাক পটার', চেলসি কোচের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন সমর্থকরা

author-image
Harmeet
New Update
'স্যাক পটার', চেলসি কোচের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন সমর্থকরা

নিজস্ব সংবাদদাতাঃ ফুলহ্যামের বিরুদ্ধেও জিততে পারল না চেলসি। হেরে চলতি ইংলিশ প্রিমিয়ার লীগ ক্রম তালিকার দশম স্থানেই রইল দল। জোয়াও ফেলিক্সকে মাঠে নামিয়েও কাজ হয়নি। 

লাল কার্ড দেখেছেন তিনি। প্রিয় দলের এমন ভরাডুবি দেখে বেজায় চটেছেন ব্লুজ সমর্থরা। 'বিদায় করা হোক পটারকে (চেলসি কোচ)', সামাজিক মাধ্যমে দাবি জানাচ্ছেন ফুটবল প্রেমীদের একাংশ। টুইটারে ট্রেন্ড করছে 'স্যাক পটার'।