নিজস্ব সংবাদদাতা: যোশীমঠের বিপর্যয়ের জন্য প্রথম থেকেই তপোবন জলবিদ্যুৎ প্রকল্পের দিকে আঙুল তুলছেন স্থানীয়রা। পরিবেশবিদদের একাংশেরও দাবি, পাহাড় ফাটিয়ে যোশীমঠ শহরের তলা দিয়ে জল বিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ তৈরির জেরেই ক্রমে তলিয়ে যাচ্ছে গোটা যোশীমঠ শহর। তবে, এই দাবি সরাসরি খারিজ করছে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। তাদের দাবি যোশীমঠ বিপর্যয়ের সঙ্গে জলবিদ্যুৎ প্রকল্পের সম্পর্ক নেই।