নিজস্ব সংবাদদাতা: স্কুলের মিড ডে মিলের খিচুড়িতে মিলল টিকটিকি। পাঁশকুড়ার মাইশোরার শ্যামপুর আইসিডিএস কেন্দ্রের ঘটনা। ওই খিচুড়ি খাওয়ানো হয় ৯১ জন ছাত্রছাত্রীকে। খবর পেয়ে ইতিমধ্যেই গ্রামে মেডিক্যাল টিম। অভিভাবকদের অভিযোগ, যেখানে রান্না করা হয়, সেখানে কোনও বৈদ্যুতিক ব্যবস্থা নেই। অন্ধকার ঘরেই রান্না করা হয়। এই ঘটনায় মুহূর্তের মধ্যে শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। আতঙ্কিত হয়ে পরে গোটা গ্রাম।