শাড়িতে হয়ে উঠুন ফ্যাশানিস্তা

author-image
Harmeet
New Update
শাড়িতে হয়ে উঠুন ফ্যাশানিস্তা

​নিজস্ব সংবাদদাতাঃ  ব্লাউজের পরিবর্তে কী পরতে   পারেন আপনি? পশ্চিমী পোশাকের সঙ্গেও শাড়ি পরতে পারেন। কিন্তু কীভাবে পরবেন, সেই নিয়েই একটু পরামর্শ দেব আমরা। আপনি শুধু মেনে চলুন। আপনি হয়ে উঠবেন শো-স্টপার।




ডেনিম শার্ট বাঙালি ফ্যাশনিস্তার আলমারিতে থাকেই। কাজেই সুতি থেকে শুরু করে সিল্ক, যে-কোনও শাড়ির সঙ্গে ব্লাউজের পরিবর্তে পরে ফেলুন ডেনিম শার্ট। দেখতে কিন্তু একদম অন্যরকম লাগবে। এই লুকটিই ট্রাই করতে পারেন।

Beautiful actress Priyamani in white color digital print saree and denim  shirt as blouse.

আপনি পশ্চিমি পোশাকের ভক্ত তা হলে শাড়ির সঙ্গে পরে ফেলুন আপনার সাধের ক্রপড টপটি। এখানে শাড়ি পরার কায়দাতেও আনতে পারেন বৈচিত্র। আঁচলটি পেঁচিয়ে গলায় স্কার্ফের মতো করে দিতে পারেন। কিংবা সরু করে পেঁচিয়ে-পেঁচিয়ে টপের উপর দিয়েই রাখুন, যাতে টপের সৌন্দর্যটাও বোঝা যায়।




TrendAlert: Sarees With Crop Tops Are The New 'IT' Thing! | ShaadiSaga






আপনি কি আপনার বন্ধুর গ্রুপে সেই কুল ডুড? তাহলে এই লুকটি তোলা থাক আপনার জন্য। পছন্দের টি-শার্ট পরে নিন। তার সঙ্গেই পরুন শাড়ি। একটু উঁচু করে পরতে পারেন। স্নিকার্স পরুন। নো মেকআপ লুকই পার্ফেক্ট।


20 Ways to Style Your Sarees with Full Sleeves Blouse | Saree wearing  styles, Saree blouse designs latest, Indian saree blouses designs



খাঁটি ভারতীয় সাজও কীভাবে আধুনিক হয়ে উঠতে পারে, তার প্রমাণ এটি। শাড়ির সঙ্গে এখানে পরতে হবে শর্ট কুর্তা। তবে কুর্তার ফিটিং যেন সঠিক হয়। নইলে পুরো সাজটাই মাঠে মারা যাবে! আর এই ধরনের ব্লাউজ সাবস্টিটিউটের সঙ্গে শাড়ির আঁচল হবে লম্বা ও অনেকটা বড়, আর অবশ্যই প্লিট করা। কুর্তার সঙ্গে কোমর আরও সরু দেখাতে চাইলে বেল্টও যোগ করতে পারেন।

Bollywood Styles of Saree Draping styles for glamorous look (15) - K4  Fashion