খরচ কমাতে এবার সেনায় কাটছাঁট করতে চলেছে সরকার

author-image
Harmeet
New Update
খরচ কমাতে এবার সেনায় কাটছাঁট করতে চলেছে সরকার

নিজস্ব সংবাদদাতাঃ সাত দশকেরও বেশি সময় ধরে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মুখোমুখি শ্রীলঙ্কা ব্যয় কমানোর চেষ্টা করছে। এই বিষয়ে এদিন শ্রীলঙ্কার প্রতিরক্ষামন্ত্রী বলেন, "আগামী বছরের মধ্যে শ্রীলঙ্কা তার সেনাবাহিনীকে এক তৃতীয়াংশ কমিয়ে ১,৩৫,০০০ এবং ২০৩০ সালের মধ্যে ১০০,০০০-এ নামিয়ে আনবে।" প্রতিরক্ষামন্ত্রী প্রমিথা বান্দারা থেনাকুন বলেন, "সামরিক ব্যয় মূলত রাষ্ট্রীয়-বাহিত ব্যয় যা পরোক্ষভাবে জাতীয় ও মানব নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য উদ্দীপিত এবং পথ খুলে দেয়।"