নিজস্ব সংবাদদাতা: তলিয়ে যেতে বসা যোশীমঠকে বাঁচানোর মরিয়া চেষ্টা। বিপজ্জনক নির্মাণগুলি ভেঙে ফেলার সিদ্ধান্ত। শুক্রবার থেকে শুরু হয়েছে যোশীমঠের দুই হোটেল মাউন্ট ভিউ এবং মালারি ইন ভাঙার কাজ। ফাটলের জেরে বিপজ্জনক ভাবে একে অন্যের উপর হেলে পড়েছিল এই হোটেল দুটি।
মঙ্গলবার প্রশাসন হোটেল ভাঙার পদক্ষেপ করতেই রুখে দাঁড়ান স্থানীয়রা। শেষ পর্যন্ত হোটেল মালিকদের সঙ্গে প্রশাসনের সমঝোতার পর শুরু হয়েছে কাজ। বিপজ্জনক এলাকায় বাড়তি সতর্কতা নিয়ে এই হোটেল ভাঙার কাজ চলছে।