নিজস্ব সংবাদদাতা: সংসদের বাজেট অধিবেশন ৩১ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে এবং ৬ এপ্রিল পর্যন্ত চলবে বলে শুক্রবার জানিয়েছেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। ৬৬ দিনের মধ্যে মোট ২৭ টি বৈঠক হবে। প্রহ্লাদ যোশী জানান, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ১ লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করবেন। উল্লেখ্য, এটি পঞ্চম কেন্দ্রীয় বাজেট যা কেন্দ্রীয় মন্ত্রী উপস্থাপন করতে চলেছেন।