কয়লা কেলেঙ্কারি: একাধিক জায়গায় ইডি-র অভিযান চলছে

author-image
Harmeet
New Update
কয়লা কেলেঙ্কারি: একাধিক জায়গায় ইডি-র অভিযান চলছে


নিজস্ব সংবাদদাতাঃ কয়লা পাচারকাণ্ডে শুক্রবার ছত্তিশগড়ের একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু করল ইডি। ছত্তিসগড়ের পাশাপাশি এবং আরও কয়েকটি রাজ্যের একাধিক জায়গায় অনুসন্ধান চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট , যা কথিত কয়লা লেভি কেলেঙ্কারির সাথে যুক্ত একটি মানি লন্ডারিং মামলার তদন্তের জন্য। 






এদিন রাজধানী রায়পুর, কোরবা, দুর্গ ও রাঁচি (ঝাড়খন্ড) এবং বেঙ্গালুরু এ অভিযান চালানো হচ্ছে ইডির তরফে। আইএএস অফিসার এবং ছত্তিশগড় সরকারের সচিব আম্বালাগান পি-র সাথে সম্পর্কিত প্রাঙ্গনেও ইডির তরফে অভিযান চালানো হচ্ছে।