নিজস্ব সংবাদদাতা: ভারতের ম্যাপ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে যোশীমঠ । যে দিকে পরিস্থিতি এগোচ্ছে, তাতে আর বাঁচানো সম্ভব নয় এই জনপদকে। এমনটাই আশঙ্কা করেছিলেন অধিকাংশ গবেষকরা। এবার এমনই চাঞ্চল্যকর রিপোর্ট দিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। সম্প্রতি ইসরোর ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার একটি স্যাটেলাইট ইমেজ প্রকাশ করেছে। উপগ্রহ চিত্রতে দেখা যাচ্ছে গত ১২ দিনে ৫.৪ সেন্টিমিটার বসে গিয়েছে যোশীমঠ এলাকা। ২৭ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত আরও ৫.৪ সেন্টিমিটার বসে গিয়েছিল মাটি। গত ৫ এবং ৬ জানুয়ারি এই উপগ্রহ চিত্র দেখে যোশীমঠের ভয়াবহ পরিস্থিতি নিয়ে সতর্কতা জারি করেছিল ইসরো।