সকলকে ভুলে যান

author-image
Harmeet
New Update
সকলকে ভুলে যান


নিজস্ব সংবাদদাতা: অনেকেই আছেন যারা সমাজের তথাকথিত সঙ্গম রীতির বাইরে পড়েন। অর্থাৎ যারা এলজিবিটিকিউয়ের সদস্যদের মধ্যে পড়েন। তারা অনেকেই সমাজের ভয়ে নিজের সত্য সামনে আনতে পারেন না। তবে নিজের সত্যকে নির্ভয়ে সামনে নিয়ে আসুন। সমাজকে/সকলকে ভুলে যান। মনে রাখবেন একটাই জীবন। সমাজের ভয়ে নিজের আনন্দকে বিসর্জন দেওয়া কি উচিত হবে?