অজান্তেই বাইডেনের বাসভবনে স্থানান্তরিত হয়েছিল শ্রেণীবদ্ধ নথিগুলি: বাইডেনের আইনজীবী

author-image
Harmeet
New Update
অজান্তেই বাইডেনের বাসভবনে স্থানান্তরিত হয়েছিল শ্রেণীবদ্ধ নথিগুলি: বাইডেনের আইনজীবী



নিজস্ব সংবাদদাতা: রাষ্ট্রপতি জো বাইডেনের নিজস্ব বাসভবন থেকে বাইডেন-ওবামা প্রশাসনের শ্রেণীবদ্ধ নথি উদ্ধারকে কেন্দ্র করে জল্পনা ছড়িয়েছে। তবে এই বিষয়কে এবার ভুলবশত ঘটে যাওয়া ঘটনা বলে দাবি করা হয়েছে বাইডেনের আইনজীবীর পক্ষ থেকে। 

More classified documents found in garage at Biden's Wilmington home, White  House says - ABC News

বাইডেনের আইনজীবী দাবি করেছে, শ্রেণীবদ্ধ নথিগুলি অজান্তে ভুল স্থানান্তরিত হয়েছিল বাইডেনের নিজস্ব বাসভবনে। তবে এই বিষয়ে কংগ্রেস সম্পূর্ণ তদন্ত করবে বলে পূর্বেই জানিয়েছেন স্পিকার কেভিন ম্যাকার্থি।