New Update
/anm-bengali/media/post_banners/p4GR2VpYf6bi0vJcwjpR.jpg)
নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার বিডেনের ব্যক্তিগত বাসভবনে ওবামা-বিডেন প্রশাসনের সঙ্গে যুক্ত শ্রেণীবদ্ধ নথি উদ্ধার হয়েছে। এই বিষয় নিয়ে এবার বার্তা দিলেন মার্কিন হাউস স্পিকার তথা রিপাবলিকান নেতা কেভিন ম্যাকার্থি।
তিনি জানিয়েছেন, বিডেনের বাসভবনে ওবামা-বিডেন প্রশাসনের সঙ্গে যুক্ত শ্রেণীবদ্ধ নথি উদ্ধারের বিষয়ে তদন্ত করবে কংগ্রেস। উল্লেখ্য, ইতিপূর্বেই বিডেন জানিয়েছেন, তিনি তদন্তে সহযোগিতা করবেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us