খাবারের খোঁজে জঙ্গল ছেড়ে লোকালয়ে হানা দিল বুনো হাতির দল

author-image
Harmeet
New Update
খাবারের খোঁজে জঙ্গল ছেড়ে লোকালয়ে হানা দিল বুনো হাতির দল

সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়ি :  খাবারের খোঁজে জঙ্গল ছেড়ে লোকালয়ে হানা দিল বুনো হাতির দল। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকে রামশাই এলাকার নৌকাবিহার পর্যটন কেন্দ্রে ঘটনাটি ঘটেছে। বুধবার রাতে জলঢাকা নদী পেরিয়ে প্রায় কুড়িটির মতো বুনো হাতির দল পাশ্ববর্তী জঙ্গল থেকে নৌকাবিহারে চলে যায়। সেখানে হাতির দল ফলের লোভে বেশ কিছু কদম গাছ ভেঙে ফেলে। এর মধ্যে কয়েকটি হাতি নৌকাবিহার কটেজের ভেতরে লোহার গ্রিল ভেঙে ঢুকে পড়ে।মজুত রাখা চাল, লবণের খোঁজেই হাতির দল হানা দিয়েছে বলে জানান নৌকাবিহারের দেখভালের দায়িত্বে থাকা এক কর্মচারী।কর্মচারী জানিয়েছেন , ‘গতকাল রাতে এখানে পাহারার কাজে কেউ ছিল না। যার জেরে হাতি ভেতরে চলে আসে। তবে এই এলাকায় হাতি আসার ঘটনা ঘটলেও এই প্রথম ক্ষতিগ্রস্ত হল কটেজটি।’ রামশাই মোবাইল স্কোয়াড সূত্রে খবর, হাতির দল যাতে লোকালয়ে না চলে আসে সেদিকে নজরদারি চালানো হচ্ছে। তবে পর্যটনকেন্দ্রটি সংরক্ষণের জন্য প্রশাসনের কাছে আবেদন জানাবেন বলে জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে।