মাংস খেলে বাড়ে সঙ্গমের ইচ্ছা

author-image
Harmeet
New Update
মাংস খেলে বাড়ে সঙ্গমের ইচ্ছা

নিজস্ব সংবাদদাতা: সঙ্গমের ইচ্ছা তখনই বাড়বে, শরীর যখন সব দিক থেকে সুস্থ থাকবে। যে কোনও ধরনের মাংসেই থাকে প্রোটিন। মুরগির মাংস, পাঁঠার মাংস হোক বা অন্য কিছু, সবেতেই কাজের শক্তি বাড়ে। এ ছাড়াও, মাংসে থাকে অনেকটা পরিমাণ জিঙ্ক। তা-ও এ ক্ষেত্রে খুব জরুরি। তাতে রক্ত চলাচল বাড়ে। শরীর সতেজ থাকে। সঙ্গমের ইচ্ছাও বাড়ে।