নিজস্ব সংবাদদাতা: চূড়ান্ত গাফিলতির অভিযোগ উঠল ভারতীয় রেলের বিরুদ্ধে। এসি কামরায় এমন দুর্গন্ধওয়ালা কম্বল এবং বিছানার চাদর দেওয়া হল, যে অসুস্থই হয়ে পড়লেন এক সত্তরোর্ধ ব্যক্তি-সহ তিন যাত্রী। এমনকি, তাঁদের চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে পরবর্তী এক স্টেশনে আধঘণ্টার জন্য দাঁড় করিয়ে রাখতে হল ট্রেনটি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে লখনউ-বারাণসী কৃষক এক্সপ্রেস ট্রেনে। এই ঘটনা প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে উত্তর-পূর্ব রেলপথকে।