প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতি! মানতে নারাজ পুলিশ

author-image
Harmeet
New Update
প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতি! মানতে নারাজ পুলিশ

নিজস্ব সংবাদদাতাঃ জাতীয় যুব দিবসের এক অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশ্যে কর্ণাটক সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর রোড শো চলাকালীন নিরাপত্তা বেষ্টনী ভেদ করে এক যুবক হাতে মালা নিয়ে প্রধানমন্ত্রীর কনভয়ের সামনে চলে আসে এবং তাঁকে মালা পড়ানোর চেষ্টা করে। যদিও শেষ মুহূর্তে প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীরা ওই ব্যক্তিকে আটকে দেয় এবং ফেরত পাঠিয়ে দেয়। যদিও এহেন ঘটনায় নতুন করে দেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তা এক বড়সড় প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। যদিও প্রধানমন্ত্রীর নিরাপত্তায় কোনও গলদ হয়নি বলে জানালেন হুবলি-ধারওয়াদের ডিসিপি ডাঃ গোপাল বায়াকোড। তাঁর বক্তব্য, 'প্রধানমন্ত্রীর নিরাপত্তায় কোনও গলদ নেই। এক ব্যক্তি রোড শো চলাকালীন প্রধানমন্ত্রী মোদীকে মালা দেওয়ার চেষ্টা করেছিলেন। আমরা সেই ব্যক্তি সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করছি।'