হরি ঘোষ, দুর্গাপুর : বৃহস্পতিবার দুর্গাপুর নগর নিগমের সামনে থেকে সন্দেহভাজন দুই যুবক বাইক নিয়ে পালানোর চেষ্টা করলে ধরে ফেলে দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশ। ধৃত ২ যুবকের ব্যাগ খুলতেই পাওয়া যায় প্রায় ৫০ হাজার টাকা এবং একটি আগ্নেয়াস্ত্র যা বাজেয়াপ্ত করা হয়েছে। ওই দুই যুবক বীরভূম এবং উড়িষ্যার বাসিন্দা বলে জানা গিয়েছে।
তাদের পরিচয়, বীরভূমের সাধু চরণ জমাদার ও উড়িষ্যার রাকেশ কুমার খান্ডয়াল। দুই যুবককে গ্রেফতার করে দুর্গাপুর থানার পুলিশ। বাইক, ৫০০০০ টাকা এবং আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করে । প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, ওই দুই যুবক বীরভূম থেকে বাইকে করে এই টাকা এবং আগ্নেয়াস্ত্র নিয়ে যাচ্ছিল। তবে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা এখনও স্পষ্ট জানা যায়নি। পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত নেমেছে। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।