নিজস্ব সংবাদদাতা: সিঙ্গাপুরের সদর দফতর বন্ধ করে দিচ্ছে টুইটার। কর্মীদের বলা হয়েছে বাড়ি থেকে কাজ করতে। এতেই প্রশ্ন উঠছে, এশিয়ায় টুইটারের সদর দফতর কি বন্ধ হওয়ার মুখে? এ বিষয়ে এখনও পর্যন্ত টুইটারের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। টুইট করেননি ইলন মাস্কও। যে ভাবে অফিস ছাড়ার নোটিস জারি হয়েছে, তাতেই অনেকের কপালে চিন্তার ভাঁজ।