New Update
/anm-bengali/media/post_banners/twOGkB2HboZrpKxlhjLj.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ৩৯.৪ ওভারেই সব উইকেট পড়ে গিয়েছে শ্রীলঙ্কার। আজ ২১৫ রান করেছে দাসুন শানাকার দল। অতএব ভারতকে ২১৬ রানের টার্গেট দিয়েছে তারা। এদিন হ্যাট্র্রিক করেছেন কুলদীপ যাদব এবং মহম্মদ সিরাজ। কুশল, দাসুন আর চারিথের উইকেট নেন কুলদীপ এবং অভিস্ক, দুনিথ ও চামিকার উইকেট নেন সিরাজ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us