নিজস্ব সংবাদদাতা : ২৩ জানুয়ারি নেতাজী জয়ন্তী। তার আগে জেনে নিন নেতাজি সুভাষ চন্দ্র বসুর পৈতৃক ভিটের সম্পর্কে। নেতাজির পৈতৃক বাড়িটি ২৪ পরগনা জেলার বারুইপুর মহকুমার সোনারপুরের কোদালিয়ায় অবস্থিত। বসু পরিবার ছিল বাংলার অন্যতম সচিত্র পরিবার। তারা মূলত দক্ষিণ ২৪ পরগনার মাহিনগরের বাসিন্দা।গৌড়ের সুলতানের তৎকালীন সেনাপতি মহিপতি বসুর নাম থেকে মাহিনগর নামের উৎপত্তি।তিনি সুবুদ্ধি রায় উপাধি পেয়েছিলেন। তার ছেলে ঈশান খান সুলতান হোসেন শাহের অর্থমন্ত্রী এবং অ্যাডমিরাল ছিলেন।তিনি পুরন্দর খাঁ উপাধি লাভ করেন।
রমানাথ বসু ছিলেন ঈশান খানের বংশধরদের একজন। ১৮ শতকের গোড়ায় তিনি কোদালিয়ায় চলে আসেন।তিনিই নেতাজি সুভাষ চন্দ্র বসুর পৈতৃক বাড়িটি নির্মাণ করেছিলেন। যদিও সুভাষ চন্দ্র বসু এবং তাঁর ভাই শরৎ চন্দ্র বসু কটকে জন্মগ্রহণ করেন, তবে তাদের বেড়ে ওঠা কলকাতায়।দুর্গাপূজার সময় পৈতৃক ভিটেয় বেড়াতে যান সুভাষ ও শরৎ।নেতাজি যে বাড়িতে থাকতেন, সেই অংশটিকে এখন একটি মিউজিয়ামে রূপান্তরিত করা হয়েছে। বাড়ির সামনের দিকে কয়েকটি ঘর রয়েছে। সেই সঙ্গে একটি খিলানযুক্ত বারান্দাও রয়েছে।