/anm-bengali/media/post_banners/p4ecvKy3Tg7sgQY8znz8.jpg)
সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ার : লাগাতার বুনো হাতির তান্ডবে আতঙ্কে রয়েছে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের বিভিন্ন এলাকার বাসিন্দারা। মাদারিহাট ব্লকের বিভিন্ন প্রান্তের বাড়িতে এক সপ্তাহে একাধিকবার হানা দিচ্ছে বুনো হাতির দল । মাদারিহাটের উত্তর ছেকামারিতে একটি বাড়িতে গত ৩ দিনে ২ বার হানা দিল বুনো হাতি। উত্তর ছেকামারির একবাড়িতে ৩ দিন আগে হানা দিয়ে ভাঙচুর চালায় বুনো হাতি। বুধবার গভীর রাতে ফের ওই বাড়িতে হানা দেয় ৩টি বুনো হাতির দল।
পাকা দেওয়াল ভেঙে মজুত চাল সাবাড় করে হাতির দলটি । এমনকি শোবার একটি ঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে হাতির হানায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় লাগাতার চলছে হাতির হানা। বন দপ্তর সূত্রে খবর, ওই এলাকায় হাতি চলাচলের করিডোর রয়েছে। ফলে মাঝেমধ্যেই বাড়িঘর ও ফসলের ক্ষয়ক্ষতি হয় হাতির হানায়। তবে, হাতির হানায় ক্ষতিগ্রস্তদের সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us