নিজস্ব সংবাদদাতা : কোচবিহারের পানিশালায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যুব তৃণমূলের বৈঠক চলাকালীন সময়ে বোমাবাজির ঘটনা ঘটে বুধবার রাতে। এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করলো কতোয়ালি থানার পুলিশ। তৃণমূলের অভিযোগ, পরপর কয়েকটি বোমা ছোড়া হয়। ঘটনাস্থল থেকে একটি বোমার সুতলি উদ্ধার হয়েছে। তৃণমূলের তরফে একে দুষ্কৃতীদের কাজ বলে দাবি করা হলেও, তৃণমূল কর্মীদের গ্রেফতারি ঘিরে প্রকাশ্যে আসছে শাসকদলের কোন্দল।