নিজস্ব সংবাদদাতা: কারা দরজা আটকে বিচারপতি রাজাশেখর মান্থাকে এজলাসে প্রবেশে বাধা দিয়েছেন? জানতে খোঁজ শুরু করল কলকাতা হাইকোর্ট । সূত্রের খবর, হাইকোর্টের সিসিটিভি-র সূত্র ধরে শুরু হয়েছে শনাক্তকরণের প্রক্রিয়া। গত মঙ্গলবার আদালত অবমাননার রুল জারি করেন বিচারপতি মান্থা। বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, এজলাসের বাইরের সিসিটিভি দেখে সেই সব ব্যক্তি এবং আইনজীবীদের শনাক্ত করতে হবে। তারপর রেজিস্টারকে শনাক্ত করার নির্দেশ দেওয়া হয়। এরপরই খোঁজ শুরু হয়েছে বলে সূত্রের খবর।