নিজস্ব সংবাদদাতা: আচমকাই সোশাল মিডিয়ায় ভাইরাল হয় রাখি এবং আদিলের বিয়ের একাধিক ছবি।ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, রাখি সাওয়ান্ত এবং আদিল খান দুরানির গলায় মালা। বিয়ের সার্টিফিকেট হাতে ধরে রেখেছিলেন দু'জনে। পাশাপাশি বসে ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেটে আদিল এবং রাখির সই করার ছবিও আগুনের গতিতে ভাইরাল। প্রসঙ্গত, বর্তমানে রাখির ব্যক্তিগত জীবনে সমস্যা চলছে। তাঁর মা জয়া ভেরা ব্রেন টিউমারে আক্রান্ত। পাশাপাশি, ক্যানসার রিল্যাপস করেছে।