/anm-bengali/media/post_banners/3ld7bsR3prMXVOLcPlhf.jpg)
সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ারঃ আলিপুরদুয়ারে বিদ্যুৎ দফতরে এবার জাল মিটার চক্রের হদিশ। বিদ্যুৎ দফতরের কর্মী পরিচয় দিয়ে প্রতারনার জাল চক্র। প্রতারিত গ্রাহকদের বিদ্যুতের লাইন কেটে দেওয়ায় অন্ধকারে গ্রাহকরা। এবার খোদ আলিপুরদুয়ার শহরে বিদ্যুৎ দফতরে জাল মিটার চক্রের এই হদিশ পাওয়া গেল। জানা গিয়েছে, আলিপুরদুয়ার পুরানো বাজার বিদ্যুৎ স্টেশনের অধিনে বেশ কিছু গ্রাহক কেউ ছয় মাস, কেউ তিনমাস আবার কেউবা একবছর আগে বিদ্যুৎ সংযোগ নিয়েছেন। গ্রাহকদের দাবি বিদ্যুৎ দফতরের কর্মী মারফত একেকটি কানেকশনের জন্য সাত হাজার টাকা দিয়ে সংযোগ নিয়েছেন গ্রাহকরা। এই কানেকশনের পর থেকে বাড়িতে বিদ্যুৎ এলেও কোনদিন কোনও বিল আসেনি। সম্প্রতি এই গ্রাহকদের অবৈধ সংযোগ নজরে এসেছে বিদ্যুৎ দফতরের। তার পরেই বুধবার থেকে এই সব সংযোগ বিচ্ছিন্ন করতে শুরু করেছে আলিপুরদুয়ার পুরান বাজার বিদ্যুৎ দফতর।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us