নিজস্ব সংবাদদাতা : পঞ্চায়েত নির্বাচনের আগে বর্ধমানের কেতুগ্রামে শ্যুটআউট। গুলি করে খুন করা হল তৃণমূল কর্মীকে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছে তাকে। নিহত তৃণমূল কর্মীর নাম দুলাল শেখ। বালি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা যাচ্ছে। মৃতের পরিবারের অভিযোগ, দলেরই একংশের হাতে খুন। পুরনো আক্রোশের জেরে ঘটেছে এই ঘটনা।