নিজস্ব সংবাদদাতা : বৃহস্পতিবারেও নিয়োগ দুর্নীতি মামলায় ৩২৫ জনের নামের তালিকা সহ ফের সিবিআই তলব করেছে মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে। নিয়োগকাণ্ডে ১০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে।
যুব তৃণমূলের এক নেতা সাড়ে ১৯ কোটি টাকা নিয়েছেন বলে গতকাল তাপস স্বীকার করেছেন সিবিআইয়ের কাছে। সিবিআই সূত্রে দাবি, সেই অভিযোগ ও নথি সামনে রেখেই এদিন ফের তাপসকে জিজ্ঞাসাবাদ করা হবে।