নিজস্ব সংবাদদাতাঃ দ্য হান্ড্রেডে সাদার্ন ব্রেভের হয়ে পরবর্তী দুটি ম্যাচ খেলতে পারবেন না ভারতের তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানা। এর মধ্যে রয়েছে টুর্নামেন্টটির ফাইনাল ম্যাচও। ভারতের মহিলা ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফরের আগে পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য দেশে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি।