ইউক্রেনের 'বিশেষ সামরিক অভিযানে'র নতুন প্রধান নিয়োগ রাশিয়ার

author-image
Harmeet
New Update
ইউক্রেনের 'বিশেষ সামরিক অভিযানে'র নতুন প্রধান নিয়োগ রাশিয়ার


নিজস্ব সংবাদদাতা: ইউক্রেনের 'বিশেষ সামরিক অভিযানে'র জন্য নতুন প্রধান নিয়োগ করল রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ভ্যালেরি গেরাসিমভকে ইউক্রেনের 'বিশেষ সামরিক অভিযানে'র যৌথ বাহিনীর কমান্ডার হিসাবে নিযুক্ত করা হয়েছে।

Moscow says Russian, UK chiefs of staff discuss risk of 'dirty bomb' in  Ukraine | Reuters

 ইতিপূর্বে এই দায়িত্বে ছিলেন সের্গেই সুরোভিকিন। বর্তমানে তিনি ডেপুটি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করবেন।