বার্সেলোনায় ফিরতে চাইছেন অবমায়েং

author-image
Harmeet
New Update
বার্সেলোনায় ফিরতে চাইছেন অবমায়েং

নিজস্ব সংবাদদাতাঃ চেলসিতে আর থাকতে চাইছেন না এমরিক অবমায়েং। ইতিমধ্যে তিনি বার্সেলোনার সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানা গিয়েছে। অবমায়েং-এর ব্যাপারে বার্সা কর্তারাও অবগত বলে মনে করা হচ্ছে। তার বেতনের ব্যাপারেও আলোচনা শুরু হয়েছে বলে ফুটবলমহলে গুঞ্জন।