দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : বাবুঘাটে বিজেপির গঙ্গা পুজোয় পুলিশের বাধা এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে গ্রেফতার করার প্রতিবাদে কেশিয়াড়ী থানা ঘেরাও কর্মসূচি পালন করল বিজেপি। এদিন বিজেপির কেশিয়াড়ী উত্তর ও দক্ষিণ মন্ডলের যৌথ উদ্যোগে হয় থানা ঘেরাও কর্মসূচি। কর্মসূচিকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মিছিল করে এসে কেশিয়াড়ী থানার সামনে এসে পৌছায় কর্মীরা। থানার সামনে বসে বিক্ষোভ দেখায় বিজেপির স্থানীয় নেতৃত্ব সহ কর্মী-সমর্থকেরা।
উল্লেখ্য, কলকাতার বাবু ঘাটে বিজেপি গঙ্গা পুজো কর্মসূচি গ্রহণ করে। সেই কর্মসূচিতে অনুমতি না থাকার জন্য গতকাল রাতে রাজ্য বিজেপির সভাপতিকে গ্রেফতার করা হয়। সেই ঘটনার প্রতিবাদে বুধবার কেশিয়াড়ী থানা ঘেরাও কর্মসূচি গ্রহণ করে বিজেপি।উপস্থিত ছিলেন বিজেপির জেলা নেতৃত্ব বিকাশ মাহাত,কেশিয়াড়ী বিজেপির উত্তর মন্ডলের সভাপতি সন্দীপ পাল,দক্ষিন মন্ডলের সভাপতি মৌমিতা সিংহ,উত্তর মন্ডলের সাধারন সম্পাদক বিমান জানা সহ অনেকেই।