New Update
/anm-bengali/media/post_banners/j33XI0Tnf4VREbkUt6Zl.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বরুসিয়া ডর্টমুন্ড এবং ইংল্যান্ড তারকা জুড বেলিংহ্যাম রিয়াল মাদ্রিদের শার্টে সই করে ট্রান্সফার জল্পনা উস্কে দিয়েছেন। বেলিংহ্যামকে লস ব্ল্যাঙ্কোসের সঙ্গে যুক্ত করে এখন ব্যাপক জল্পনা চলছে ফুটবলমহলে। কাতার বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে ভালো খেলা ১৯ বছর বয়সী এই খেলোয়াড় আগামী দিনে বুন্দেসলিগায় খেলবেন না বলে অনেকে মনে করছেন। মাদ্রিদের শার্টে অটোগ্রাফ দিয়ে দোল বদলের সম্ভাবনার পালে তিনি হওয়ার বেগ বাড়ালেন বলে ফুটবল প্রেমীদের একাংশের ধারণা।
📸 Jude Bellingham signing a Real Madrid shirt. ✍️ @elchiringuitotvpic.twitter.com/HwY9n3KyAY
— Madrid Xtra (@MadridXtra) January 11, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us