বিচারপতি মান্থার এজলাস বয়কট, প্রধান বিচারপতিকে চিঠি দিল বার অ্যাসোসিয়েশন

author-image
Harmeet
New Update
বিচারপতি মান্থার এজলাস বয়কট, প্রধান বিচারপতিকে চিঠি দিল বার অ্যাসোসিয়েশন

নিজস্ব সংবাদদাতা: বয়কট থেকে সরে দাঁড়িয়ে নতুন বক্তব্য বার অ্যাসোসিয়েশনের। বিক্ষোভকারীদের পাশে তাঁরা নেই, একথা জানিয়ে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবকে চিঠি দিল বার অ্যাসোসিয়েশন। বুধবার অবস্থান উঠে যাওয়ার পর এই চিঠি দেওয়া হয়েছে। আগামীদিনে আইনজীবী এবং বিচারপতিদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার আশ্বাসও দেওয়া হয়েছে অ্যাসোসিয়েশনের তরফে। গত দুদিন ধরে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস বয়কট করে আইনজীবীদের একাংশ। তাঁর এজলাসের সামনে অবস্থানে অংশ নিতেও দেখা যায় বেশ কয়েকজন আইনজীবীকে। বুধবার সকালে সেই আইনজীবীদের সরে যেতে দেখা যায়। বার অ্যাসোসিয়েশনের তরফে ক্ষমাও চান সম্পাদক বিশ্বব্রত বসুমল্লিক।