মধুচক্র কাণ্ডে অর্চনা নাগের কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ED

author-image
Harmeet
New Update
মধুচক্র কাণ্ডে অর্চনা নাগের কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ED



নিজস্ব সংবাদদাতাঃ
৩.৬৪ কোটি টাকা মূল্যের বাড়ি বাজেয়াপ্ত করল ইডি। জানা গিয়েছে, ভুবনেশ্বর শহর ও তার আশেপাশে পরিচালিত হাই-প্রোফাইল মধু চক্র ইস্যুতে চলমান আর্থিক দুর্নীতি তদন্তের জন্য ইডি প্রধান অভিযুক্ত অর্চনা নাগের ৩.৬৪ কোটি টাকার একটি বিলাসবহুল বাড়ি বাজেয়াপ্ত করেছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) বুধবার জানিয়েছে, ওডিশায় একটি "সেক্সটরশন" মামলার প্রধান অভিযুক্ত অর্চনা নাগের ৩.৬৪ কোটি টাকা মূল্যের একটি বাড়ি অ্যান্টি-মানি লন্ডারিং অ্যাক্ট (পিএমএলএ) এর অধীনে সংযুক্ত করা হয়েছে। মানি লন্ডারিং তদন্তটি নাগ, তার স্বামী জগবন্ধু চাঁদ, তাদের কথিত সহযোগী খগেশ্বর পাত্র এবং নাগের সহযোগী শ্রান্দঞ্জলি বেহেরার বিরুদ্ধে ২০২২ সালের ওড়িশা পুলিশের দুটি এফআইআরের সাথে সম্পর্কিত।