নিজস্ব সংবাদদাতা: GoldenGlobes-এ সেরা গানের জন্য পুরষ্কার পেয়েছে আরআরআর। এসএস রাজামৌলী বলেন, ‘এটা শুধু আরআরআর-এর জয় নয়। এটি সামগ্রিকভাবে ভারতীয় চলচ্চিত্রের জয়। GoldenGlobes এই অবিশ্বাস্য কৃতিত্ব অর্জনের জন্য আমি আমার পেডনা, এমএম কেরাভানি গারুকে অভিনন্দন জানাই।’