New Update
/anm-bengali/media/post_banners/keq6cqelyVcVGY3advEe.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ লিওনেল মেসি ও নেইমার বিশ্ব ফুটবলের অন্যতম ভয়ংকর জুটি। বার্সেলোনার পর পিএসজির হয়েও ফুল ফোটাচ্ছে এই জুটি। মেসি-নেইমার যুগলবন্দীর ঝলক দেখা গেল পিএসজির অনুশীলনে। নেইমার একটি থ্রু বল বাড়িয়েছিলেন মেসিকে লক্ষ্য করে। কিপারের সামনে দিয়ে ছুটে যাচ্ছিলেন মেসি। কিন্তু তিনি বলে পা ছোঁয়ালেন না। গোলকিপারও তাকিয়ে ছিলেন মেসির দিকে। বল ততক্ষণে জড়িয়ে গিয়েছে জালে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us