নিজস্ব সংবাদদাতা: আচমকাই মানচিত্র থেকে মুছে যেতে বসেছে উত্তরাখণ্ডের চামোলি জেলার গোটা একটি শহর যোশীমঠ। প্রকৃতির সাধারণ নিয়মেই গ্রাসে সভ্যতার উন্নয়ন। সংকটে গোটা একটি জনপদ। জগৎগুরু শঙ্করাচার্য পুরী পীঠাধীশ্বর স্বামী নিশ্চালানন্দ সরস্বতী জি মহারাজ দায়ী করেছেন সভ্যতার উন্নয়নের নামে প্রকৃতির সঙ্গে লাগামছাড়া কাটাছেঁড়া ও নিদারুণ নিয়মভাঙার কারণেই এই বিপর্যয়।