New Update
/anm-bengali/media/post_banners/oUS7LS5vb13xRPjpXkLb.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এবার সন্দেহভাজন জঙ্গিদের খোঁজে কর্ণাটকের একাধিক স্থানে তল্লাশি অভিযান চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটরের আধিকারিকরা। সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী আরাগা জ্ঞানেন্দ্র। তিনি জানিয়েছেন, ইডির কর্মকর্তারা সন্দেহভাজন জঙ্গি শারিক, মাজ মুনির এবং মতিনের বাড়িগুলি থারথাহাল্লিতে (শিবমোগা) যে এলাকায় রয়েছে তা পরিদর্শন করছেন। এই লোকেদের তাদের বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। আশপাশের বাড়িতে গিয়েও তথ্য সংগ্রহ করছেন আধিকারিকরা।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us