সৌরবিদ্যুতে অবহেলা হয়েছে দেশে : অমর্ত্য সেন

author-image
Harmeet
New Update
সৌরবিদ্যুতে অবহেলা হয়েছে দেশে : অমর্ত্য  সেন

নিজস্ব সংবাদদাতা: সৌরবিদ্যুতের ক্ষেত্রে ভারতে অবহেলা হয়েছে- এমনটাই মনে করেন অমর্ত্য সেন। সল্টলেকে এই সংক্রান্ত একটি আলোচনাসভায় যোগ দিয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ বলেন, 'এই ব্যাপারে কয়েকটি দেশ প্রথম থেকেই খুব সচেতন। প্রতিবেশী বাংলাদেশ এবং চিনও এ ক্ষেত্রে ভালো কাজ করছে। লজ্জা পাওয়ার কিছু নেই। আমাদের সেটা হয়নি। অন্যদের দিকে এ ক্ষেত্রে আমাদের তাকাতে হবে। অন্যেরা কী করছে, তা জানতে হবে।' অমর্ত্য সেনের কথায়, 'বিশ্বের বেশ কয়েকটি দেশে প্রাকৃতিক গ্যাস, তেলের উৎপাদন বেশি হয়। যা এ দেশে হয় না বলে আমরা দুঃখ করি। কিন্তু সেটা না- ভেবে এটা ভাবতে হবে, আমরা যে পরিমাণ সূর্যের আলো পাই, তা কম দেশই পায়। ফলে, এটা ব্যবহার করে বড় কিছু করা যায় কি না, তা ভাবতে হবে।'