New Update
/anm-bengali/media/post_banners/snaWHScjqUn4RPyUhYVw.jpg)
​নিজস্ব সংবাদদাতাঃ বিচারপতি রাজশেখর মান্থারের এজলাস বয়কট ও কলকাতা হাইকোর্টের বাইরে আইনজীবীদের বিক্ষোভ একেবারেই নজিরবিহীন ঘটনা বলে মত একাংশের। এদিকে দ্রুত সমস্যার সমাধান হবে বিচারপতিকে আশ্বাস দিলেন বার অ্যাসোসিয়েশনের সম্পাদকের।
তিনি আরও বলেন, 'এই এজলাসের সামনে আর কোনও বিক্ষোভ হবে না।' এদিকে বিচারপতি রাজশেখর মান্থা বলেন, 'আমার অনুরোধ আদালতের সম্মান নষ্ট করবেন না। শুধু আমার এজলাস নয়, অন্য বিচারপতিদের এজলাসের সামনেও যেন এমনটা না হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রে প্রয়োজনীয় নির্দেশ দিতে হবে।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us