New Update
/anm-bengali/media/post_banners/s4BH7oepB8WagWGsfg05.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ চিনিকল দুর্নীতি সংক্রান্ত একটি মামলায় এবার অভিযান শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জানা গিয়েছে, এই দুর্নীতি মামলায় মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী ও এনসিপি-র প্রবীণ নেতা হাসান মুশরিফের সঙ্গে যুক্ত একাধিক জায়গায় ইডি-র অভিযান চলছে বলে জানিয়েছে সংস্থাটি। ​
কাগালে মুশরিফের বাসভবনে এই অভিযান চালানো হয় ইডির তরফে। এদিন সকাল ৬টা নাগাদ কাগলে হাসান মুশরিফের বাড়িতে পৌঁছন ইডি-র প্রায় ২০ জন আধিকারিক। বর্তমানে কর্মকর্তারা হাসান মুশরিফের বাড়ির কাগজপত্র পরীক্ষা করছেন। উল্লেখ্য, হাসান মুশরিফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন বিজেপি নেতা কিরীট সোমাইয়া। আজ সকালে কোলাপুর ও পুনেতে অভিযান চালানো হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, আপাসাহেব নালাওয়াদে কারখানায় দুর্নীতির অভিযোগের ভিত্তিতেই এই মামলা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us