মা এর হাত ছেড়ে ফুটবল গ্রাউন্ডে ছুটে পালাল একরত্তি

author-image
Harmeet
New Update
মা এর হাত ছেড়ে ফুটবল গ্রাউন্ডে ছুটে পালাল একরত্তি

​নিজস্ব সংবাদদাতাঃ  ফুটবলের মাঠে বিভিন্ন সময়ে নানা মজার মুহূর্ত দেখা যায়। তবে আমেরিকার একটি ফুটবল ম্যাচের মাঝখানে এক খুদের কাণ্ড দেখে হাসির রোল উঠেছে নেট দুনিয়ায়। দু’বছরের একরত্তির কীর্তিকলাপ সামাল দিতে ময়দানে নামতে হয়েছিল তার মাকেও। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। সেখানে দেখা গিয়েছে, মাঠে ফুটবল ম্যাচ চলছে। হঠাৎই মাঠের ধার থেকে একটি বাচ্চা দৌড়ে ঢুকে পড়েছে। পিছন পিছন দৌড়োচ্ছেন তার মা। কোনওমতে সন্তান মাঝমাঠে পৌঁছে খেলা পণ্ড করার আগেই তাকে ধরে ফেলেন মা। এরপর একদম চ্যাংদোলা করেই সন্তানকে নিয়ে মাঠের বাইরে বেরিয়ে আসেন ওই মহিলা। বাচ্চাটির দৌড়ে মাঠে ঢোকা আর তার মায়ের তাকে পাকড়াও করে বাগে আনার মুহূর্ত দুটোই ছিল ভীষণ মজার। এই ‘মিষ্টি মোমেন্ট’ ভাইরাল হয়েছে টুইটারে।