৩৫-০ গোলে জয়ী ইস্টবেঙ্গল!

author-image
Harmeet
New Update
৩৫-০ গোলে জয়ী ইস্টবেঙ্গল!

নিজস্ব সংবাদদাতা: অবিশ্বাস্য স্কোরলাইন জিতল ইস্টবেঙ্গল। কন্যাশ্রী কাপে বেহালা ঐক্য সম্মিলনীকে ৩৫-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গলের মহিলা ব্রিগেড। বিরতির আগেই ১৮-০ গোলে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। বিরতির পর হয়েছে বাকি ১৭টি গোল। ৬ গোল করেছেন মৌসুমী মুর্মু। ৫টি করে গোল করেছেন যথাক্রমে গীতা দাস ও দেবলীনা ভট্টাচার্য।