বিমানবন্দরে নিজেকে গুলি করে আত্মঘাতী CISF জওয়ান

author-image
Harmeet
New Update
বিমানবন্দরে নিজেকে গুলি করে আত্মঘাতী CISF জওয়ান



নিজস্ব সংবাদদাতাঃ
মঙ্গলবার ইন্দিরা গান্ধী বিমানবন্দরে নিজেরই সার্ভিস রিভলভার থেকে গুলি করে আত্মঘাতী হলেন এক CISF জওয়ান। ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে বিমানবন্দরজুড়ে। জানা গিয়েছে, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ৩-এ 'বি' শিফট ডিউটিতে নিযুক্ত সিআইএসএফ কনস্টেবল বিমানবন্দরের লেভেল ২-এ ওয়াশরুমের ভিতরে নিজেকে গুলি করে আত্মহত্যা করেছেন। ইতিমধ্যে ঘটনাস্থলে হাজির হয়েছে পুলিশ।