New Update
/anm-bengali/media/post_banners/VCijiXY3qKvjZJ7sJMBJ.jpg)
নিজস্ব সংবাদদাতা: ইন্দোরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ১৭ তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনের ফাঁকে গায়ানার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন। তেল ও গ্যাস, স্বাস্থ্যসেবা, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে দুই রাষ্ট্রনেতার মধ্যে আলোচনা হয়েছে।
এছাড়াও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সুরিনামের রাষ্ট্রপতি চন্দ্রিকাপারসাদ সান্তোখির সঙ্গেও সাক্ষাৎ করেছেন। সুরিনাম ও ভারতের উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন দ্রৌপদী মুর্মু।
President Droupadi Murmu met the President of Suriname, Chandrikapersad Santokhi at Indore, Madhya Pradesh, today. pic.twitter.com/qEm55iB3DF
— ANI (@ANI) January 10, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us