ব্রহ্মপুত্র -বারাকে এবার ক্রুজ বিলাস

author-image
Harmeet
New Update
ব্রহ্মপুত্র -বারাকে এবার ক্রুজ বিলাস

নিজস্ব সংবাদদাতা: ব্রহ্মপুত্র এবং বারাক এলাকায় নদীপথ উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছে ৬২২ কোটি টাকা। আগামী শুক্রবার, অসমের জন্য দুটি বড় প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল জানান, সেদিনই ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে গুয়াহাটির পাণ্ডু বন্দরের ক্ষমতাবৃদ্ধি করার জন্য Maritime Skill Centre for Northeast প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পাণ্ডু বন্দরে একটি জাহাজ মেরামত কেন্দ্র করা হবে। এই সঙ্গে গুহায়াটির এই বন্দরের রাস্তার উন্নতি করা হবে। তারও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।