বেঙ্গালুরুতে মেট্রোর পিলার ভেঙে পড়ার ঘটনায় এবার মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি

author-image
Harmeet
New Update
বেঙ্গালুরুতে মেট্রোর পিলার ভেঙে পড়ার ঘটনায় এবার মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি


নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার বেঙ্গালুরুতে মেট্রোর পিলার ভেঙে পড়ার ঘটনায় এবার মুখ্যমন্ত্রী বাসভরাজ সোমাপ্পা বোমাইয়ের পদত্যাগের দাবি তুলল কংগ্রেস। 

Bengaluru: Woman, 2-Year-Old Son Crushed After Portion of Metro Pillar  Collapses on Bike

এই বিষয়ে কংগ্রেস নেত্রী সৌম্য রেড্ডি বলেন, "কর্ণাটকের মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এটা খুবই মর্মান্তিক যে একটি নির্মাণাধীন পিলার একজন নারী ও শিশুর ওপর পড়ে গিয়েছে। এটি বিজেপি সরকারের অবহেলা এবং দুর্নীতির একটি স্পষ্ট ঘটনা। লোকেদের দুর্নীতির কাছে আত্মসমর্পণ করতে হচ্ছে। বেঙ্গালুরু এবং কর্ণাটকের মানুষেরা বিরক্ত হয়ে উঠেছে"।