New Update
/anm-bengali/media/post_banners/LUKEnxm9lZiVYUIhBUxJ.jpg)
নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রের তরফে গোয়াহাটি হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগ করা হয়েছে। গোয়াহাটি হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি নংমেইকাপাম কোটিশ্বর সিংকে নিয়োগে করা হয়েছে।
১২ জানুয়ারি থেকে তিনি তার দায়িত্ব গ্রহণ করবেন। বর্তমানে গোয়াহাটি হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব সামলাচ্ছেন রাশমিন মনহরভাই ছায়া। তার অবসরের পর এই ১২ তারিখ থেকে এই দায়িত্ব গ্রহণ করবেন নংমেইকাপাম কোটিশ্বর সিং।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us